
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:৪৬, ১৬ এপ্রিল ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ১৬ বছরে হওয়া দুর্নীতি ও অনিয়মের তথ্য উদঘাটনে একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি বিভিন্ন অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য উন্নয়ন প্রকল্প এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতিতে হওয়া দুর্নীতি অনুসন্ধান করবেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ি এ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) জনসংযোগ প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে বিশেষ করে ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত বিভিন্ন নির্যাতন ও হয়রানির তথ্য উদঘাটনের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা/ফাহিম/মেহেদী
%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%89