লক্ষ্মীপুরে খেলার সময় ৬ বছরের শিশু গুলিবিদ্ধ

দুই পক্ষের সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুরে দুই পক্ষের গোলাগুলিতে আদিবা খাতুন (৭) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকার কাচারীবাড়ি এলাকায় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফ গ্রুপের মধ্যে গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয় সে।

গুলিবিদ্ধ শিশু আদিবা খাতুন একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বশিকপুর নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধ নিয়ে আজ সন্ধ্যায় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে অহিদ উদ্দিনের গুলিতে শিশু আদিবা খাতুনের পেটের ভেতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়।

গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল, পরে অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পীযুষ চন্দ্র দাস গুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুলিটি পেট ছিদ্র হয়ে বুকে দিয়ে বের হয়। অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাউছার হামিদ বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে গোলাগুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়। অভিযুক্ত দুজনের নামে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

বাংলাদেশ জার্নাল/এনবি


%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%ac

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *