মোবাইল চুরির অভিযোগে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলায় মোবাইল চুরির অভিযোগ এনে এক শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান।

নিহত ৩৫ বছরের মো. রাজু উপজেলার চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক এবং সবুজের গোঁজা এলাকার সফিক উল্যা সবুজের ছেলে।

আটকদের মধ্যে দুজনের নাম জানিয়েছে পুলিশ। তারা হলেন- সবুজের গোঁজা এলাকায় মো. হারুনের ছেলে কবির এবং একই এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী রেখা।

পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার রাত আড়াইটার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের সবুজের গোঁজা এলাকায় কাজল কোম্পানির ইটভাটার সামনে রাজু গণপিটুনির শিকার হন। কবিরের বাড়িতে ঢুকে মোবাইল চুরির অভিযোগ এনে তাকে পিটুনি দেওয়া হয়।

পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাজুর মা নেহার, ভাই ওহিদ হোসেন, বোন জেসমিন বেগম ও মেয়ে রুবি আক্তার পুলিশের কাছে অভিযোগ করেছেন, রাতে রাজুর মোবাইলে চার্জ শেষ হয়ে যায়। তখন সে ভাতিজা কবিরের ঘরে মোবাইল চার্জ দেয়৷

তারা বলেন, এ সময় কবির লোকজন ডেকে এনে রাজুকে পিটিয়ে হত্যা করে। তার শরীরে টেঁটা ও ইট দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়৷ তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে।

চররুহিতা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, “রাজু চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। পরিকল্পিতভাবে এটা ঘটানো হতে পারে।”

ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির দাবি জানিয়েছেন জাহাঙ্গীর হোসেন।

সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “রাজুকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। কবির ও রেখাকে আসামি করা হচ্ছে। আটক অপর দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

বাংলাদেশ জার্নাল/এনবি


%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *