মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বের সাথে তদন্ত চলছে। এ ঘটনায় কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছেন, পুলিশ বাহিনী ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলছে। কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যের যথাযথ কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।
বাংলাদেশ জার্নাল/এজেএইচ
%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87
Leave a Reply