ব্যবসায়ীর গোডাউনে টিসিবির পণ্য, বিক্রি করেছেন চেয়ারম্যান

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের শোভাগঞ্জ বাজার এলাকার এক ব্যবসায়ীর গোডাউন থেকে ২০০ কেজি চাল, ৮০ কেজি ডাল ও চিনি জব্দ করেছে প্রশাসন। 

বুধবার (১৬ এপ্রিল) বিকালে স্থানীয় লোকজন পণ্যগুলো আটক করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করেন।

স্থানীয়রা জানায়, শান্তিরাম ইউনিয়ন পরিষদের কার্ডধারী ৪০ জন উপকারভোগীর জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্য বিতরণ না করে ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেনের কাছে তা বিক্রি করে দেন। বুধবার দুপুরে বেলাল হোসেন পণ্যগুলো ভ্যানে করে শোভাগঞ্জ বাজারের পাশের গোডাউনে আনেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তা আটক করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) গিয়ে ৮০ লিটার সয়াবিন তেল, ৮০ কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও ২০০ কেজি চাল জব্দ করে ছাপড়হাটি ইউনিয়নের সদস্য আনছার আলীর জিম্মায় রাখেন।

তবে বিক্রি করার অভিযোগ অস্বীকার করে শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন বলেন, ‌ডিলার টিসিবির পণ্য উপকারভোগীদের মাঝে বিতরণ করেছেন। এখানে আমার কোনও সংশ্লিষ্টতা নেই। একটি মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, ‌খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ ঘটনাস্থলে যান। তারা এক ব্যবসায়ীর গোডাউনে টিসিবির পণ্য পেয়ে তা জব্দ করেন এবং পরে সেগুলো এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। বিষয়টি তদন্ত করে মামলা হবে কিনা, তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।


%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac

  • Related Posts

    প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।’’ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় কাতারে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ…

    টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৫)

    ক্রিকেট আইপিএল চেন্নাই সুপার কিংস-সানরাইজার্স হায়দরাবাদ রাত ৮টা, টি স্পোর্টস পিএসএল করাচি কিংস-কোয়েটা গ্লাডিয়েটর্স রাত ৯টা, নাগরিক টিভি বিস্তারিত %e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%ab-%e0%a6%8f%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *