
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সরকারের পক্ষে একা সব কিছু করা সম্ভব না। পাহাড়ে কাউকে চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেওয়া হবে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি বিজিবি সেক্টর সদরে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পরে বিভিন্ন থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘কারও কোনও সমস্যা থাকলে পুলিশ প্রশাসনের পাশাপাশি অন্যান্য সংস্থা কাজ করছে, তাদের সহযোগিতা চাইতে হবে। যারাই আইন হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘ভারতের মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার ও গুজব রটিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দেশের মিডিয়াকে এই অপ্রচারকে প্রতিহত করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন– পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ্, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন প্রমুখ।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বাঘাছড়ির বাঘাইহাট ব্যাটালিয়ন ও সাজেকের বিওপি পরিদর্শন করেন।
%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf