প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, চীন তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’ প্রতিক্রিয়া প্রকাশ করেছে।
তিনি রোববার ঢাকা ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, যা আগামী ৫০ বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের অভিজ্ঞতা ও সফলতা বাংলাদেশের জন্য একটি বড় দৃষ্টান্ত হতে পারে, বিশেষত তাদের নদী ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করার কারণে।
ড. খলিলুর রহমান আরও বলেন, “প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহায়তা চেয়েছেন এবং চীনা পক্ষ আমাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।”
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত বুধবার চীনে চার দিনের দ্বিপক্ষীয় সফরে যান এবং শনিবার দেশে ফিরে আসেন। চীনে পানিসম্পদ মন্ত্রীসহ প্রখ্যাত পানি বিশেষজ্ঞদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এই সভায় বাংলাদেশের আগামী ৫০ বছরের পানির চাহিদা পূরণে বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। চীনা পক্ষ নদী পানি সংরক্ষণ, বন্যা পূর্বাভাস এবং বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার কথা জানিয়েছে।
তিস্তা প্রকল্পের বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, “এই প্রকল্পের জন্য চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করা হয়েছে, এবং তারা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। এর প্রতিফলন আমরা জয়েন্ট স্টেটমেন্টে দেখতে পাবো।”
বাংলাদেশ জার্নাল/এজেএইচ
%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a4
Leave a Reply