স্যাবাইনা পার্কে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার দিবারাত্রির টেস্ট। সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে নাটকীয় ধস দেখেছে সফরকারীরা। একটা সময় ৩ উইকেটে ১৫৭ রান থাকা অজিরা এমন ব্যাটিং ধসের মুখে পড়ে যে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২২৫ রানে। জবাবে নিজের শততম টেস্ট খেলতে নেমে শুরুতে আঘাত হেনেছেন অজি পেসার মিচেল স্টার্ক। তাতে ১৬ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তারা এখনও ২০৯ রানে পিছিয়ে।
ব্যাটিং ধসটা বোধহয় অস্ট্রেলিয়াও কল্পনা করেনি। টস জিতে ব্যাট করতে নামার পর ১৭তম ওভারে প্রথম উইকেটটি হারায় অজি দল। সাজঘরে ফেরেন ওপেনার স্যাম কনস্টাস (১৭)। শুরু থেকে প্রান্ত আগলে খেলতে থাকা উসমান খাজা (২৩) ফেরেন ৩২তম ওভারে। ততক্ষণে স্কোর ২ উইকেটে ৬৮। তার পর ক্যামেরন গ্রিন আর স্টিভেন স্মিথ প্রতিরোধ গড়ে দলকে ভালোই টেনে নিচ্ছিলেন। দুজনে যোগ করেন ৬১ রান। ডিনার ব্রেকের আগে মনে হচ্ছিল ভালোমতো সেট হয়ে গেছেন তারা। তখন স্কোর ছিল ২ উইকেটে ১২৯। কিন্তু ব্রেকের একটু আগে সিলসের বলে গ্রিন আউট হলে ফাইনাল সেশনে দৃশ্যপট পাল্টাতে সময় লাগেনি।
গ্রিন ৪৬ রানে তৃতীয় উইকেট হিসেবে ফিরলে পরে অস্ট্রেলিয়া অবিশ্বাস্য ধস দেখেছে। মাত্র ৬৮ রানে পড়েছে শেষ ৭ উইকেট। দশ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করেন পেসার জেইডেন সিলস, শামার জোসেফ ও জাস্টিন গ্রিভস। ৩৩ রানে ৪টি উইকেট নিয়েছেন শামার জোসেফ। তিনটি করে নিয়েছেন সিলস ও গ্রিভস।
তার পর ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম ওভারে হারায় দিনের প্রথম উইকেট। নিজের মাইলফলকের টেস্টে কেভলন অ্যান্ডারসনকে বোল্ড করেন স্টার্ক। শুরুর ৪৫ মিনিটে একটি উইকেট হারানো ক্যারিবিয়ানদের হয়ে ক্রিজে আছেন ওপেনার ব্র্যান্ডন কিং (৮*) ও অধিনায়ক রোস্টন চেজ (৩*)।
%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%85%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95%e0%a7%80
Leave a Reply