শতাধিক বাবুই পাখির ছানা হত্যার স্থানে তাল গাছের চারা রোপণ


ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ৬ জুলাই ২০২৫  
আপডেট: ১১:৩০, ৬ জুলাই ২০২৫

শতাধিক বাবুই পাখির ছানা হত্যার স্থানে তাল গাছের চারা রোপণ


ঝালকাঠির সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে তালগাছ কেটে পাঁচ শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের স্থানে ও সড়কের পাশে অর্ধশত তাল গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে ঝালকাঠি জেলা যুবদলের উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়। এ সময় জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ব রবিউল হোসেন তুহিন, সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খানসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন বলেন, “গত ২৭ জুন গুয়াটন এলাকার একটি তালগাছ কেটে ফেলা হয়। ওই তাল গাছে প্রায় পাঁচশতাধিক বাবুই পাখির বাচ্চা ছিল। গাছ কাটার ফলে বাচ্চাগুলো মারা যায়। জেলা যুবদলের পক্ষ থেকে ওই স্থানে অর্ধশত তাল গাছের চারা রোপণ করা হয়েছে।”

তিনি আরো বলেন, “বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে, পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে গাছ লাগানো হবে।”

স্থানীয়রা জানান, গত ২৭ জুন সকালে পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কেটে ফেলা হয়। গাছটির শাখায় ছিল অসংখ্য বাবুই পাখির বাসা। প্রত্যেক বাসায় ডিম ও ছানা ছিল। গাছটি কাটার ফলে বাসাগুলো নিচে পড়ে ও পানিতে ডুবে যায়। এতে অধিকাংশ ছানা মারা যায় এবং ডিমগুলো নষ্ট হয়। কিছু প্রাপ্তবয়স্ক পাখি উড়ে গেলেও অধিকাংশই মারা যায়। 

এ ঘটনায় দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদুর রহমান বাদী হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ রেকর্ডের মাত্র তিন ঘণ্টার মধ্যে মোবারেক ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা/অলোক/মাসুদ


%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *