রোববার দিনটি কেমন কাটবে আপনার, দেখুন রাশিফল

আজ রবিবার, ১৩ জুলাই ২০২৫। রবিবার হল সূর্যদেবের দিন। জ্যোতিষ অনুসারে, আজ কিছু রাশির জাতক-জাতিকার জন্য দিনটি অনুকূল হবে, আবার কিছু রাশির জাতকদের জন্য আসতে পারে নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ। দেখে নিন আজকের রাশিফল:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আগের তুলনায় আয় বৃদ্ধি ও আর্থিক যোগাযোগ অক্ষুন্ন থাকবে। কোনো সুযোগ অযাচিতভাবে আসতে পারে।

বন্ধুর সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগিয়ে যান।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): কাজে উন্নতির যোগ আছে। ব্যবসায়ীদের ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে।
আপনার ক্যারিয়ারে সেরা ফলাফল অর্জনের জন্য অতিরিক্ত প্রচেষ্টা চালান। অফিসের চাপকে বাড়িতে ঢুকতে দেবেন না।

মিথুন (২১ মে-২০ জুন): সামাজিক যোগাযোগ বাড়বে। বাধাপ্রাপ্ত কাজের অগ্রগতি হবে।

কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। আপনার সঙ্গী বা বন্ধুর সঙ্গে সময় কাটাতে গেলে বিরক্তির বিষয়গুলো এড়িয়ে চলুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই): আপনার পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। প্রিয়জনের সমস্যায় চিন্তিত থাকতে পারেন।
ভুল-বোঝাবুঝি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আপনার চারপাশে কী ঘটছে, তার প্রতি নজর রাখুন। শরীর ভালো রাখুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): সম্মিলিত প্রচেষ্টায় কোনো কাজের অগ্রগতি হবে। বিভিন্ন কারণে উদ্বেগ থাকতে পারে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। পুরনো সমস্যা কাটিয়ে সাফল্যের পথে অগ্রসর হতে হবে। অহেতুক চাপ নেবেন না।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কাজে কিছুটা বাধা আসতে পারো। পাওনা অর্থ আদায়ে বিলম্ব হবে। অবসাদের ফলে অনেক কাজ অসম্পূর্ণ থাকবে। নিজের মধ্যে উৎসাহ আনুন। ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকুন। নতুন সুযোগকে কাজে লাগান।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা আছে। কাজকর্মে প্রসার লাভ হবে। আয় বাড়বে। আর্থিক বিনিয়োগ শুভ। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ধ্যবহার করুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় ব্যয় করতে পারবেন। কারো সহায়তায় উপকার হবে। আগের তুলনায় মানসিক চাপ কমবে। অবহেলার কারণে কোনো কাজ নষ্ট হতে পারে। সময়োচিত সিদ্ধান্ত নিন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): কর্মক্ষেত্র উদ্দীপনাপূর্ণ থাকবে। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। ব্যবসায় প্রসার লাভ হবে। পরিকল্পনা বাস্তবায়নে আলস্যের প্রশ্রয় দেবেন না। অসুস্থদের সতর্ক থাকতে হবে। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): কোনো শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন। নতুন পরিকল্পনার অগ্রগতি হবে। কারো সাহচর্যে আনন্দ পাবেন। থেমে থাকা কাজ সচল হতে পারে। কাজে দায়িত্ব বাড়লেও নিজের ভালো লাগার জন্য কাজ করতে হবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কোনো প্রচেষ্টার ফল পেতে পারেন। নতুন কিছু করার সুযোগ আসবে। ভালো ব্যবহার দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়ীরা বাড়তি আয়ের সুযোগ কাজে লাগাতে পারবেন। প্রচেষ্টা অব্যাহত রাখুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) অযাচিত কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা। কোনো প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবেন। পরিকল্পনা বাস্তবায়নে আলস্যের প্রশ্রয় দেবেন না। কথাবার্তায় সংযত থাকতে হবে।

বাংলাদেশ জার্নাল/জেএইচ


%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%86

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *