প্রকাশিত: ১৯:২৪, ১০ এপ্রিল ২০২৫

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ডজন দেশের উপর আরোপিত উচ্চ শুল্ক সাময়িকভাবে কমানোর পর ইউরোপীয় ইউনিয়ন মার্কিন শুল্কের বিরুদ্ধে তাদের প্রথম পাল্টা ব্যবস্থা স্থগিত করবে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় আগামী মঙ্গলবার থেকে মার্কিন আমদানির প্রায় ২১ বিলিয়ন ইউরো (২৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার) এর উপর পাল্টা শুল্ক আরোপ শুরু করার কথা ছিল ইউরোপীয় ইউনিয়নের। তবে রপ্তানি করা গাড়ির শুল্ক এবং এখনো বহাল থাকা বৃহত্তর ১০ শতাংশ শুল্কের প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে তা এখনো মূল্যায়ন করছে এই ব্লক।
ভন ডের লেইন এক্স-এ লিখেছেন, “আমরা আলোচনার সুযোগ দিতে চাই। আমাদের সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে জোরালো সমর্থন পাওয়া ইইউ পাল্টা ব্যবস্থা গ্রহণের বিষয়টি আমরা ৯০ দিনের জন্য স্থগিত রাখব।”
বুধবার ট্রাম্প আকস্মিভাবে বেশিরভাগ নতুন উচ্চ শুল্ক স্থগিত করার ফলে বিপর্যস্ত বিশ্ব বাজার এবং উদ্বিগ্ন বিশ্ব নেতাদের স্বস্তি মিলেছে।
ঢাকা/শাহেদ
%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87
Leave a Reply