মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি

মার্কিন সরকারের বৈদেশিক সহায়তা তহবিল সংকোচনে ইলন মাস্কের কঠোর সমালোচনা করলেন বিল গেটস। বৃহস্পতিবার (৮ মে) এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, বিশ্বের শীর্ষ ধনী পৃথিবীর দরিদ্রতম শিশুদের মেরে ফেলার আয়োজন সম্পন্ন করেছেন। একই সঙ্গে তিনি জানান, আগামী বিশ বছরের মধ্যে ২০০ বিলিয়ন ডলার দান করার পরিকল্পনা করছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রাণঘাতী রোগ এবং দুর্ভিক্ষ প্রতিরোধে মার্কিন বৈদেশিক তহবিল সংকোচনের সিদ্ধান্তের পরই এসব কথা বলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। এমনিতেই বেশ কিছুদিন ধরে সরকারের তহবিল বাতিল বা সংকোচন নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি।

ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশ্বের শীর্ষ ধনীর কারণে পৃথিবীর দরিদ্রতম শিশুদের মৃত্যুর বন্দোবস্ত হওয়ার দৃশ্য নিশ্চয়ই সুখকর কিছু নয়!

উল্লেখ্য, মার্কিন সরকারের তহবিলে বাতিল, সংকোচন বা পরিবর্তনের বিষয়গুলো দেখভাল করছেন ধনকুবের ইলন মাস্ক। মূলত তার পরামর্শেই এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মাস্কের পরামর্শেই সহায়তা সংস্থা ইউএসএআইডির ৮০ শতাংশ কর্মসূচিতে বরাদ্দ বাতিল বা সংকুচিত হতে যাচ্ছে। ২০২৩ সালের হিসাবে দেখা গেছে, সংস্থাটি বিশ্বজুড়ে ৪৪ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেছেন, মৃত্যুর হার হ্রাস করতে গত কয়েক দশকে অনেক অগ্রসর হয়েছিল বিশ্ব। তবে মার্কিন সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে আগামী চার থেকে ছয় বছরে সেই অগ্রগতি উলটো পথে হাঁটা ধরতে পারে বলে আশঙ্কা করেন তিনি।

তিনি বলেছেন, বহু বছর পর মানুষের মৃত্যুর সংখ্যা লাখে লাখে বৃদ্ধি পেতে পারে। এই ব্যাপক প্রাণহানির মূল কারণ হতে যাচ্ছে বরাদ্দের অভাব।

এদিকে, গেটসের সাক্ষাৎকার প্রকাশিত হতেই চটে গেছেন ইলন মাস্ক। মার্কিন সরকারের তহবিল সংকোচনের সিদ্ধান্ত এবং এর ফলে বিশ্বজুড়ে প্রভাবের ভবিষ্যদ্বাণী ভালোভাবে নেননি টেসলা মালিক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, গেটস একজন ডাহা মিথ্যুক।

গেটস বলেছেন, তার দাতব্য সংস্থার মাধ্যমে প্রায় নিজের সব সম্পদ বিলিয়ে দেওয়ার পরিকল্পনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০৪৫ব সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রায় ২০০ বিলিয়ন ডলার মানুষকে বিলিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

বিশ্ব থেকে পোলিও, ম্যালেরিয়া নির্মূল, নারী ও শিশুদের মধ্যে রোধযোগ্য মৃত্য ঠেকানো এবং বৈশ্বিক দারিদ্র দূরীকরণে তার অর্থ সহায়তা করবে বলে বিশ্বাস করেন বিল গেটস।

সাবেক সহধর্মিণী মেলিন্ডার সঙ্গে ২০০০ সালে দাতব্য সংস্থাটি গড়ে তোলেন বিল গেটস। পরে তাদের সংস্থায় যোগ দেন মার্কিন বিনিয়োগগুরু ওয়ারেন বাফেট।


%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%97

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *