রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় অটোরিকশার ধাক্কায় সুমি আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মানিকনগর ওয়াসা রোড দিয়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উদ্ধারকারী প্রতিবেশী মেজবাহ জানান, সুমি আক্তার মানিকনগর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। সংসারের পাশাপাশি বাইরে টিউশনি করাতেন। তার স্বামী মাহফুজ রহমান ও বাবা সাজু মিয়া।
%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d
Leave a Reply