দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:০৩, ২৭ মে ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে মঙ্গলবার পথসভায় বক্তব্য দেন মো. সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, “কোন একটা (প্রতীক) দেখে অন্ধভাবে ভোট দেওয়ার প্রয়োজন নেই। কেউ যদি ভালো কাজ করেন, ভালো মানুষ হন, তিনি যদি আমার দলের নাও হন আপনি তাকে ভোট দিন।”
মঙ্গলবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে এক পথসভায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, “ভালো মানুষের হাতে যদি ক্ষমতা থাকে, সেই ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহার হবে। যদি খারাপ মানুষের হাতে আপনি ক্ষমতা তুলে দেন সেই ক্ষমতা আপনাকে শোষণ করার জন ব্যবহার করা হবে। সেই ক্ষমতা এলাকায় এলাকায় চাঁদাবাজির জন্য ব্যবহার হবে।”
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, ছাত্র প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন এবং মোহাম্মদ শরীফ হোসেন।
সারজিস আলম দিনাজপুরের আরো ৫টি উপজেলা হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ফুলবাড়ী ও পার্বতীপুরে পথসভা করবেন বলে জানিয়েছেন।
ঢাকা/মোসলেম/মাসুদ
%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a7%8b
Leave a Reply