বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেয়া হবে না: হেফাজত আমির

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের ধর্মীয় বিশ্বাস, পারিবারিক কাঠামো এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় এই কার্যালয় অনুমোদন করা হবে না।

শনিবার (৫ জুলাই) ঢাকার গুলশানে জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলাম স্বীকৃত বৈধ বিবাহ শুধু নারী ও পুরুষের মধ্যে সীমাবদ্ধ। নারীর সঙ্গে নারী বা পুরুষের সঙ্গে পুরুষের সম্পর্ক প্রকৃতি ও শরিয়তের বিরোধী। এসব বিকৃত ধারণা সমাজে নৈতিক অবক্ষয় সৃষ্টি করে।”

তিনি অভিযোগ করেন, অতীতে আন্তর্জাতিক সংস্থাগুলো মানবাধিকারের নামে ইসলামি শরিয়াহ, পারিবারিক আইন ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপ করেছে। সেই প্রেক্ষিতে তিনি স্পষ্ট করে দেন, “বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলতে দেয়া হবে না। এটি জাতীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল।”

সভায় হেফাজতের নেতা মাওলানা মামুনুল হকও একই সুরে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “বাংলাদেশের ইমানদার তৌহিদি জনতা ইসলাম ও দেশের স্বাধীনতা রক্ষায় রাজপথে নামতে প্রস্তুত আছে। প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমান, নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ পীরসাহেব মধুপুর, মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মহিউদ্দিন রাব্বানী প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/জেএইচ


%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *