পোপ হিসেবে নিজের ছবি পোস্ট করে তোপের মুখে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো বিতর্কের কেন্দ্রে। পোপ ফ্রান্সিসের মৃত্যুর শোকপর্বে হোয়াইট হাউসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় নিজের একটি এআই-জেনারেটেড ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ছবিটিতে ট্রাম্পকে দেখা যায় পোপের সাদা পোশাক, মাইটার এবং গলায় ক্রুস পরে আঙুল উঁচিয়ে আছেন—যেন নিজেই পোপ!

ঘটনার সময়টাও গুরুত্বপূর্ণ—যখন ক্যাথলিক বিশ্ব সদ্যপ্রয়াত পোপ ফ্রান্সিসকে বিদায় জানিয়েছে এবং নতুন পোপ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। ফলে ট্রাম্পের পোস্টকে অনেকেই ধর্মীয় অনুভূতির প্রতি উপহাস হিসেবে দেখছেন।

নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স ছবিটিকে “অমার্জনীয়” উল্লেখ করে বলেছে, “আমরা মাত্রই আমাদের প্রিয় পোপকে সমাহিত করেছি। এই সময়ে এমন উপহাস অনুচিত। এটি কেবল হাস্যরস নয়, এটি অবমাননাকর।”

ভ্যাটিকান এখনও বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করেনি। মুখপাত্র মাত্তিও ব্রুনি সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন। তবে ইতালির সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, “এই ছবি কেবল বিশ্বাসীদের নয়, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও অবমাননা করেছে। এটি ডানপন্থী রাজনীতির এক অদ্ভুত ব্যঙ্গচিত্র।”

বিতর্ক আরও উসকে দেয় ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্য। সাংবাদিকদের প্রশ্নে হাস্যরসের ভঙ্গিতে বলেন, “আমি পরবর্তী পোপ হতে চাই—এটাই আমার প্রথম পছন্দ!” যদিও অনেকেই একে নিছক রসিকতা হিসেবে নিলেও সময় ও প্রেক্ষাপট একে ব্যঙ্গ হিসেবেই ব্যাখ্যা করছে।

সমালোচনার মুখে হোয়াইট হাউস বলেছে, ট্রাম্প পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালিতে গিয়েছেন এবং ধর্মীয় স্বাধীনতার একজন জোরালো সমর্থক। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “এই পোস্টকে ব্যঙ্গ হিসেবে দেখা অমূলক। ট্রাম্প গভীরভাবে বিশ্বাসীদের সম্মান করেন।”

তবে বিতর্ক থামছে না। কারণ এক বছর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গর্ভপাতের সমর্থনে এক সমাবেশে ক্রুস চিহ্ন ব্যবহার করে একই ধরনের সমালোচনার মুখে পড়েছিলেন।

বাংলাদেশ জার্নাল/এজেএইচ


%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%aa-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *