রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর যথেষ্ট নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৮ জুলাই) ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ইউক্রেনে প্রতিরক্ষা অস্ত্রের চালান অনুমোদন করেছেন এবং পাশাপাশি মস্কোর ওপর বাড়তি নিষেধাজ্ঞার বিষয়টিও বিবেচনায় রয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে হাজার হাজার সেনা প্রাণ হারাচ্ছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি আপনাদের এটুকু বলতে পারি, পুতিনের বিষয়ে আমি সন্তুষ্ট নই। তাকে সবসময় খুব ভদ্রোচিত দেখায় তবে দিনশেষে সবই অর্থহীন। পুতিনের আমাদের সঙ্গে অনেক বেশি বাজে বকেন।
নির্বাচনি প্রচারণা চলাকালে একদিনের মধ্যে যুদ্ধ থামিয়ে দেওয়ার দাবি করে আসছিলেন ট্রাম্প। তবে ওভাল অফিসের মসনদে বসার পর থেকে সে অঙ্গীকার বাস্তবায়নের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
রাশিয়ার ওপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিনেটে উত্থাপিত একটি বিলে সমর্থনের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আমি খুব গুরুত্বের সঙ্গে এটা বিবেচনা করছি।
ইউক্রেনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন মস্কোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুদ্ধবিরতির মাধ্যমে শান্তির পথ উন্মুক্ত করা হয়।
এদিকে, আগের দিন ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইউক্রেনকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার তিনি জানান, তিনি ইতোমধ্যে অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছেন। তিনি বলেন, আমরা ইউক্রেনকে কিছু প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাচ্ছি এবং আমি তা অনুমোদন করেছি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা আরও বিস্তৃত করার নির্দেশ দিয়েছেন তিনি। এর লক্ষ্য, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।
তিনি বলেন, আমরা প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্তগুলো পেয়েছি, এখন দ্রুত বাস্তবায়ন দরকার।
জেলেনস্কি আরও বলেন, এই অস্ত্র সহায়তা মানুষের জীবন বাঁচাবে এবং আমাদের শহর ও গ্রাম রক্ষা করবে। আমি আশা করছি, খুব শিগগিরই এর ফলাফল দেখা যাবে।
সম্প্রতি পেন্টাগন কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ স্থগিত করায় ইউক্রেন উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, এই সিদ্ধান্ত রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা ও অগ্রগতি মোকাবেলায় তাদের সক্ষমতাকে দুর্বল করবে।
মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পাশে বসা ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, অস্ত্র সরবরাহ স্থগিতের নির্দেশ কে দিয়েছিলেন। জবাবে সাংবাদিকের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমি জানি না। আপনি বরং আমাকে বলুন।
%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b6-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d
Leave a Reply