পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে : এ্যানি

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হলে তা দেশকে বিভাজনের দিকে ঠেলে দেবে এবং ফ্যাসিস্টদের উত্থানের সুযোগ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৩ জুলাই) লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের উত্তর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “পৃথিবীর অনেক দেশেই পিআর পদ্ধতি চালু আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে তা সম্ভব নয়। এতে নিজেদের মধ্যেই বড় ধরনের বিভাজন তৈরি হবে এবং আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টরা সুযোগ পাবে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ দেশের রাজনীতি ও প্রশাসনকে ধ্বংস করেছে। তাদের কোনোভাবেই আর সুযোগ দেওয়া যাবে না। এখন সময় একটি সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলার। ভিন্নমত থাকবে, প্রতিযোগিতা থাকবে, তবে বৃহত্তর স্বার্থে আমাদের একসাথে কাজ করতে হবে।”

নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়ে এ্যানি বলেন, “আমরা একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন চাই। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছে, তাদের নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করবো।”

তিনি জানান, বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কারের সঙ্গে বর্তমান চলমান সংস্কার কর্মসূচির অনেক পয়েন্টে মিল রয়েছে। সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠায় মৌলিক সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন জরুরি।

এসময় তিনি বলেন, “প্রফেসর ড. ইউনূস সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। সেখানে দেশের স্বার্থে বিশ্বাস ও আস্থার বার্তা উঠে এসেছে, যা আমাদের মনোবল ও সাহস দিয়েছে।”

এ্যানি আশা প্রকাশ করেন, “ফেব্রুয়ারি মাসে শীতের মৌসুমে একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবো, তবে বিভাজনমূলক মতবাদ কখনো গ্রহণযোগ্য হতে পারে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেলাল হোসেন। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং থানা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ জার্নাল/জেএইচ


%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%b9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *