পাকিস্তানে মিসাইল ছুড়লো ভারত, নিহত ৩

পাকিস্তানের পাঁচ জায়গায় মিসাইল ছুড়েছে ভারত। এতে তিন পাকিস্তানি নিহত ও দুটি জেট বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

এরপর পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। দেশটি জানিয়েছে, তাদের সামরিক বাহিনী আজাদ কাম্মিরসহ পাকিস্তানের পাঁচ জায়গায় মিসাইল ছুড়েছে।

ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তানের পাঁচ জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনও হামলা চালানো হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, “কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে পাঁচ জায়গায় আঘাত হানা হয়েছে।”

এ হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনও অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা বলেছে, ‘এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত’। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে।

হামলার পর পর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে। এতে লিখেছে, ‘ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। জয় হিন্দ।’


%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%b2%e0%a7%8b

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *