নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: নাহিদ ইসলাম

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা না গেলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১১ জুলাই) যশোর ঈদগাহ মোড়ে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

“গত ১৬ বছরে নির্বাচন কমিশনে সবচেয়ে বেশি দলীয়করণ হয়েছে। তিনটি জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নেই,” বলেন নাহিদ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণঅভ্যুত্থানের পরও যদি নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার না হয়, তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। তবে আমরা এই অন্ধকার আসতে দেব না।”

বিচার সংস্কার ও নতুন সংবিধানের ওপর ভিত্তি করে নতুন ধারার রাজনীতি গড়ার অঙ্গীকার করে তিনি বলেন, “আমরা ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র চাই, যেখানে প্রশাসনে দলীয়করণ থাকবে না, বিচারব্যবস্থা হবে স্বাধীন।”

নাহিদ ইসলাম আরও বলেন, “কেউ কেউ দাবি করে তাদের কোটি কোটি সমর্থক রয়েছে। অথচ আমরা ১০-২০ জন মানুষ নিয়ে হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলনেই জনতা যুক্ত হয়েছে, তারাই আমাদের প্রকৃত শক্তি।”

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের ঘোষণা দিয়ে তিনি কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বানও জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, এবং অন্যান্য নেতৃবৃন্দ। জনসভাটি সঞ্চালনা করেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস ইসলাম।

বাংলাদেশ জার্নাল/জেএইচ


%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *