নাফ নদ থেকে দুই জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি 

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফ নদ থেকে নৌকাসহ বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার দুপুরে হোয়াইক্যং উপজেলার সীমান্তে নাফ নদে বগার দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার জেলেরা হলেন– হোয়াইক্যংয়ের বালুখালি এলাকার আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫); একই এলাকার রশিদ আহমেদ ছেলে আবুল কালাম (৪০)।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের হোয়াইক্যংয়ের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা বলেন, ‘প্রতিদিনের মতো নৌকা নিয়ে দুই জেলে ওই এলাকায় নাফ নদে মাছ ধরতে যান। এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। এ ধরনের ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাহফুজ বলেন বলেন, ‘আরাকান আর্মির কারণে জেলেরা খুব আতঙ্কের মধ্যে আছেন। প্রায় সময় জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর এখন জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’


%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab-%e0%a6%a8%e0%a6%a6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%87

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *