আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল-এর সভাপতি ব্যারিস্টার নাসিম খান।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সাথে মুসলিম লীগের তিন সদস্যের প্রতিনিধি দলের মতবিনিময় ও স্মারকলিপির মাধ্যমে তিনি এ দাবি উত্থাপন করেন।
স্মারকলিপিতে আগামী ডিসেম্বরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সিইসিকে অনুরোধ করেন বিএমএল চেয়ারম্যান। সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে স্মারকলিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে আরও জানানো হয় মুসলিম লীগ চেয়ারম্যান ছাড়াও প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা এবং যুগ্ম মহাসচিব সাকিব খান।
%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc
Leave a Reply