টেকনাফে পাহাড়ে যৌথ অভিযানে অস্ত্র, মাদক জব্দ; উদ্ধার ১ অপহৃত

টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক জব্দ এবং ১ জন অপহৃত ব্যক্তি উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাত অস্ত্রসহ অবস্থান করছে। গত ৫ জুলাই মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের যৌথ বাহিনী অভিযানে গেলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষায় যৌথ বাহিনী ফাঁকা গুলি চালালে ডাকাতরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।

পরে একটি আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি জি-৩ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, ৩টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩১০০ রাউন্ড রাইফেলের গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ১ কেজি আইস ও ৪ লিটার দেশি মদ জব্দ করা হয়। উদ্ধার করা হয় অপহৃত ১ জনকে।

জব্দকৃত সব সরঞ্জাম আইনি প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল দিচ্ছে। অবৈধ অস্ত্র ও মাদক রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ জার্নাল/এনএম


%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8c%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *