জয়পুরহাটে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলার আসামি নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক হুইপ, এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
শনিবার (২৪ মে) বিকালে জয়পুরহাট জেলা ও দায়রা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শাহনূর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে জয়পুরহাটে শিক্ষার্থী বিশাল ও মেহেদী হত্যাসহ হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের একাধিক মামলার আসামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসাইন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর ও ফারুক হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দিয়েছেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া ১৮ নেতা হলেন- জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল আলম দুদু (৫৫), জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন (৫৪), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল (৫২), জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা (২৮), জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক (৪৬), পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব (৫২), পাঁচবিবি স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মিন্নুর হোসেন (৪৫), ইউপি আওয়ামী লীগ সভাপতি মোজাফফর হোসেন (৪০), জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আল মাহমুদ চন্দন (৪৭), জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজুর চৌধুরী অবসর (৫৬), কলাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন (৪৫), আলমপুর ইউপির সাবকে চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার (৫০), মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান এস এম রবিউল আলম চৌধুরী (৪৫), জেলা যুবলীগের সভাপতি রাসেল দেওয়ান মিলন (৪৩), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনম শওকত হাবিব তালুকদার লজিক (৪৭), ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম মন্ডল
(৩৫), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক রেজা (২৭) ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সৈকত (৪৩)।
বৈষম্য বিরোধী আন্দোলনে জয়পুরহাটে বিশাল ও মেহেদী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, দুটি হত্যা, হত্যা চেষ্টা ও বিস্ফোরকসহ একাধিক মামলার নিষিদ্ধ আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ অংগসংগঠনের ১৮ নেতার বিরুদ্ধে মামলার তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে গত ২২ মে ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন ও ফারুক হোসেন আবেদন করেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন। আদেশের কপি হাতে পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97
Leave a Reply