জঙ্গিসংশ্লিষ্টতার তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা

মালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক ৩৬ বাংলাদেশির বিষয়ে তদন্তে দেশটির কর্তৃপক্ষকে সহযোগিতা করবে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি কুয়ালালামপুরে আটক হওয়া এসব বাংলাদেশির বিষয়ে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে এবং তাদের পরিচয় ও অভিযোগের বিস্তারিত তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ইতোমধ্যে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বাকি ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে কিংবা দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরে অবস্থিত হাইকমিশন মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা প্রদানেও প্রস্তুত রয়েছে হাইকমিশন।

বাংলাদেশ সরকার তার সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং এসব ইস্যুতে মালয়েশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ জার্নাল/জেএইচ


%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *