খালেদা জিয়াকে কুমিল্লার তিন মামলায় অব্যাহতি

২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘটিত পেট্রোল বোমা হামলা ও কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ড সংক্রান্ত তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু। তিনি জানান, রাজনৈতিক বিবেচনায় মামলা তিনটি প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করা হয়। মন্ত্রণালয় তা গ্রহণ করে মামলাগুলো প্রত্যাহারের নির্দেশ দেয়।

প্রথম দুটি মামলা দায়ের হয় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায়, যেখানে আটজন নিহত হন। বিস্ফোরক ও হত্যা আইনে দায়ের করা এসব মামলায় খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়।

তবে আদালতে শুনানির সময় দেখা যায়, ওই সময় খালেদা জিয়া গুলশানে নিজের বাসায় ছিলেন এবং বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ ছিলেন। ফলে তার সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সফিকুল ইসলাম তাকে মামলাগুলো থেকে অব্যাহতি দেন।

তৃতীয় মামলাটি ছিল ২০১৫ সালের ২৫ জানুয়ারি হায়দারপুরে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা নাশকতার মামলা। এতে শুরুতে ৩২ জনকে আসামি করা হলেও পরবর্তীতে আরও ১০ জনকে যুক্ত করে চার্জশিট দাখিল করা হয়। এই মামলাতেও খালেদা জিয়ার বিরুদ্ধে প্রমাণ না থাকায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন।

জেলা পিপি কাইমুল হক রিংকু আরও জানান, এখন থেকে খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আর কোনো মামলা নেই। মামলা তিনটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ জার্নাল/জেএইচ


%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *