কুয়েট ভিসির অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ 

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অনশনরত শিক্ষার্থীদের এক দফা— উপাচার্য অধ্যাপক মাছুদকে অপসারণের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে এবার ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি দিয়ে শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলের পরে পুনরায় রাত ৮টায় শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী। পরবর্তী সময়ে রাত ১০টায় ঢাবির হল পাড়া থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাই অনশনে, ইন্টেরিম করে কী’; ‘কুয়েট ভিসি চায় কী, গোলামী আর দালালি’; ‘দালালি না আজাদী, আজাদী আজাদী’; ‘দফা এক, দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’; ‘ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড’সহ নানা স্লোগান দিতে থাকেন।

শাহবাগ অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়

ঢাবি শিক্ষার্থী আবির বলেন, কুয়েটের দালাল ভিসি বিএনপির সন্ত্রাসীদের ডেকে এনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আবার ওদেরকেই বহিষ্কার ও মামলা করেছে। এরকম দালাল ভিসি এই নতুন বাংলাদেশে আমরা দেখতে চাই না। কুয়েটে অনশনরত আমার ভাইয়েরা অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে আর ভিসি গদিতে আরাম করবে, সেটা হবে না। কুয়েট ভিসিকে অপসারণ না করা পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না।

ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে এই ব্লকেড কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বুয়েটসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরাও। এসময় শিক্ষার্থীরা শাহবাগ অবস্থান করে চারপাশের যান চলাচল বন্ধ করে দেয়। এতে করে গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয় শাহবাগ এলাকায়।


%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *