ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বসছে বিএনপি

পাঁচ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত নিতে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হবে। এতে পাঁচটি কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার ও রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠক করেন বিএনপি নেতারা। ঐকমত্য কমিশনের সদস্যরা আলোচনায় অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে। গত ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাব জমা দেয় বিএনপি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। ওইসব কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়।


বাংলাদেশ জার্নাল/ওএফ


%e0%a6%90%e0%a6%95%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *