ইসলামি ফাউন্ডেশনের ডিজির ইবির লাইব্রেরি পরিদর্শন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেছেন ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। বুধবার (২ জুলাই) বেলা ১২টায় তিনি এ পরিদর্শনে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলীসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তারা।

জানা যায়, ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে একটি “ইসলামিক কর্নার” নির্মাণ করা হবে। এতে সংস্থাটির প্রকাশিত বিভিন্ন ইসলামিক প্রকাশনা প্রদর্শন করা হবে।

পরিদর্শনকালে মহাপরিচালক আ. ছালাম খান বলেন, “আজকের পরিদর্শনের উদ্দেশ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি ইসলামিক লাইব্রেরি প্রতিষ্ঠা করা, যেখানে ইসলামি ফাউন্ডেশনের প্রকাশিত বিভিন্ন বই প্রদর্শিত হবে। এসব বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে। এছাড়াও কেউ যদি নতুন বই প্রকাশ করতে চান, এবং সেটা প্রকাশযোগ্য মনে হলে, ইসলামি ফাউন্ডেশন নিজ অর্থায়নে সেটি প্রকাশ করবে।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইতিপূর্বে আমি ইসলামি ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে গিয়েছিলাম, যেখানে নানা বিষয়ে পরামর্শ দিয়েছি। ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইসলামি ফাউন্ডেশন পূর্ব থেকেই একসাথে অনেক কাজ করেছে। আজকের এই পরিদর্শন মূলত একটি ইসলামিক লাইব্রেরি প্রতিষ্ঠার অংশ। ইসলামি ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত এই লাইব্রেরিতে বিভিন্ন ইসলামিক বই প্রদর্শিত হবে, যাতে শিক্ষার্থীরা জ্ঞান আহরণ করতে পারে।”

বাংলাদেশ জার্নাল/জেএইচ


%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *