আ.লীগের পরিবর্তে চাঁদাবাজি ও দখলদারত্বে নেতৃত্ব দিচ্ছে বিএনপি: তারিকুল ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগের পরিবর্তে চাঁদাবাজি ও দখলদারত্বে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। এ দলটির হাত ধরে রাষ্ট্র গড়া সম্ভব নয়। কারণ ৯১-এর গণ-আন্দোলনে স্বৈরাচার পতনের পর রাষ্ট্রক্ষমতায় বসেও তারা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারেনি। ২৪-এর গণ-অভ্যুত্থানের পরও বিভিন্ন অপকর্মের নেতৃত্ব দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। তাই জনগণ নতুন বন্দোবস্ত হিসেবে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছে। যেখানে কোনও অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। সবাই সমান অধিকার ভোগ করবে। সাধারণ ও মাদ্রাসাশিক্ষার্থীদের মধ্যে কোনও বৈষম্য থাকবে না।’

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থানে যুব আলেমদের অবদান’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য সংস্কার না চেয়ে শুধু নির্বাচন চাচ্ছে। ৩১ দফার মুলা আর কেউ গ্রহণ করবে না। আমরা সংস্কার, বিচার ও নির্বাচন চাই। যুব আলেমসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদ্রাসা-মসজিদের বাইরেও রাষ্ট্র, অর্থনীতি ও রাজনীতি নিয়ে কথা বলতে হবে।’

সেমিনারে জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মহিউদ্দিন রব্বানী ও নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার।

জাতীয় যুবশক্তির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও আলেম প্রতিনিধি মাওলানা ইদ্রিস হোসাইন।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘কোনও জালেম শক্তি আর যেন ক্ষমতায় আসতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

জাতীয় যুবশক্তির সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনের দিনে যুবশক্তি ও আলেমসমাজ একসঙ্গে কাজ করবে।’

জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, ‘ওয়ার্ক ফ্রম হোম না করে দল সামলান। পুরান ঢাকার ঘটনা আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। ধানের শীষ আর নৌকার পার্থক্য নেই।’

সেমিনারে দোয়া ও মোনাজাতের আগে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাসেমী বলেন, ‘এখন সময় এসেছে পরিবর্তনের। যুব আলেমদের মেধা ও শক্তিকে দেশ গড়ার কাজে লাগাতে হবে।’


%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *