আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে এমিরেটস স্টেডিয়াম থেকে জয় নিয়ে ফিরেছিল পিএসজি। এবার নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার এই মাঠে জিতলো বোর্নমাউথ।

এগিয়ে থেকেও ঘরের মাঠে আর্সেনাল প্রথমবার বোর্নমাউথের কাছে হারলো। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ২-১ গোলে পরাজিত গানাররা। সব প্রতিযোগিতা মিলে এমিরেটসে টানা দ্বিতীয় ম্যাচ হেরে গেলো আর্সেনাল।

৩৪তম মিনিটে ডেকলান রাইস আর্সেনালকে এগিয়ে নেন। গানারদের জার্সিতে নিজের শততম ম্যাচে প্রতিপক্ষ কিপার কেপা আরিজাবালাগাকে ঘুরিয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি।

আর্সেনাল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। বুকায়ো সাকার বাঁকানো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। ডিন হুইসেন ৬৭তম মিনিটে বোর্নমাউথকে সমতায় ফেরান। এভানিলসন আট মিনিট পর গোল করে আর্সেনালকে হতাশায় ভাসান।

এই জয়ে অষ্টম স্থানে উঠে গেলো বোর্নমাউথ। আগামী ইউরোপিয়ান ফুটবল মৌসুমে খেলার জন্য যা যথেষ্ট। ৩৫ ম্যাচে ৫৩ পয়েন্ট তাদের। আর্সেনাল ৬৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে, তৃতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে ৩ পয়েন্ট উপরে তারা।

আগামী বুধবার প্যারিসে পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল। তার আগে এমন হার নিশ্চিতভাবে তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিলো।


%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *