আজ জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

আবাসন ব্যবস্থা এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রজেক্ট বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু তাই নয়, দাবি আদায়ে জুমার পর গণঅনশনের ডাকও দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১১টায় যমুনা অভিমুখী সড়কে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

তিনি জানান, আজ সকাল ১০টায় সমাবেশ করবেন সাবেক-বর্তমান সব শিক্ষার্থী। জুমার নামাজের পরে গণঅনশনে বসবেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, আমরা কাল (আজ) থেকে প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দেবো সিআর গ্রুপে জানিয়ে দেওয়ার জন্য, যেন সব বিভাগের সব সেমিস্টারের শিক্ষার্থীরা আন্দোলনে আসে। কাল (শুক্রবার) থেকে আন্দোলনে এলে শিক্ষার্থীরা সেমিস্টারে এটেনডেন্স পাবে।

তিনি বলেন, আমরা সকাল ১০টায় সাবেক বর্তমান সব শিক্ষার্থীরা একত্রিত হয়ে এখানে জড়ো হবো। এখান থেকে এভাবে ফেরত যাবো না।

অধ্যাপক ড. মো. রইছ উদদীন আরও বলেন, শুক্রবার আমরা সবাই বসে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবো আগামী দিনের কর্মসূচি কী দেওয়া যায়।


%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *