আজকের আলিম, কারিগরি ও কুমিল্লা বোর্ডের সব পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ০৮:১৯, ১০ জুলাই ২০২৫  

আজকের আলিম, কারিগরি ও কুমিল্লা বোর্ডের সব পরীক্ষা স্থগিত


বন্যা পরিস্থিতির কারণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের আজকের সারা দেশের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। স্থগিত করা হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষাও।

বুধবার (৯ জুলাই) রাতে আলাদা বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বুধবার রাত সোয়া ১০টায় মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আলিমের পরীক্ষা স্থগিতের তথ্য নিশ্চিত করেন।

কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর বলেন বলেন, “কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।”

অন্যদিকে, বুধবার রাত পৌনে ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, “টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বোর্ডের আওতাধীন বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে অনেক এলাকার পরীক্ষাকেন্দ্র প্লাবিত হওয়ায় পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।”

পরীক্ষানিয়ন্ত্রক আরো বলেন, “আমরা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে বন্যাপরিস্থিতির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে অবহিত করার পর রাতে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত আসে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।”

ঢাকা/হাসান/ইভা


%e0%a6%86%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *