ঢাকার সাভারে শাহীন (২৭) নামের এক রঙমিস্ত্রিকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৯ মে) রাত পৌনে ১০টার দিকে পাকিজা মোড় এলাকার বিএনপির সাবেক এমপির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত শাহীন বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে ও রেডিও কলোনি এলাকায় ভাড়া থেকে ঘটনাস্থলের পাশেই বরুনের গাড়ির গ্যারেজে রঙমিস্ত্রি হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত পৌনে ১০টার দিকে গ্যারেজের পাশেই ব্যাংক কলোনি শাখা সড়কের সাবেক এমপির বাড়ির সামনে দিয়ে ওই রঙমিস্ত্রি সাদা শার্ট পরিহিত এক ব্যক্তির সঙ্গে হেঁটে সামনের দিকে যাচ্ছিলেন। এ সময় ওই ব্যক্তি হঠাৎ রঙমিস্ত্রির মাথায় গুলি করে দ্রুত হেঁটে সেখান থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে শাহীন রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটি ধরে মাটিতে লুটিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়াও এ ঘটনায় হত্যাকারীকে শনাক্তের পাশাপাশি তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হবে।’
%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%99%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf
Leave a Reply