‘ভুল’ বলে দায় এড়ালো ইসরায়েল

প্রকাশিত: ২২:৫৩, ২০ এপ্রিল ২০২৫  
আপডেট: ২২:৫৭, ২০ এপ্রিল ২০২৫

‘ভুল’ বলে দায় এড়ালো ইসরায়েল


ফিলিস্তিনি জরুরি সেবা কর্মীদের নির্বিচারে গুলি করে হত্যার ঘটনাকে ‘ভুল’ বলে দায় এড়িয়ে গেছে ইসরায়েল। রবিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এই দায় এড়ানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘নির্দেশ লঙ্ঘনের’ কারণে গত মাসে গাজায় ১৫ জন জরুরি কর্মী নিহত হয়েছেন।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এই ঘটনার তদন্তে বেশ কিছু ব্যর্থতা পাওয়া গেছে। ‘তদন্তের সময় অসম্পূর্ণ এবং ভুল প্রতিবেদন প্রদানের জন্য’ জড়িত ইউনিটের ডেপুটি কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।

২৩ মার্চ ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং একটি দমকলের ট্রাকের কনভয়ে থাকা ১৪ জন জরুরি কর্মী এবং একজন জাতিসংঘ কর্মীকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। হত্যাকাণ্ডের পর লাশ ও অ্যাম্বুলেন্স দুটি মাটিচাপা দেয় ইসরায়েলি সেনারা। এ ঘটনার এক সপ্তাহ পরে জাতিসংঘের কর্মীরা এই লাশগুলো উদ্ধার করে।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তাদের সেনারা শত্রু বাহিনীর হুমকির সম্মুখীন হয়েছে ভেবে গুলি চালিয়েছে। তাদের তদন্তে দেখা গেছে যে নিহতদের মধ্যে ছয়জন হামাস সদস্য ছিলেন।

তবে নিহতদের নাম সরকারি ওয়েবসাইটেই রয়েছে। তাদের সঙ্গে হামাসের সাথে কোনো সম্পৃক্ততার প্রমাণ উপস্থাপন করতে পারেনি ইসরায়েলি বাহিনী।

ঢাকা/শাহেদ


%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *