কর ফাঁকির অভিযোগে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। একইসঙ্গে তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো (প্রায় সাড়ে ৮ কোটি টাকা) জরিমানা করা হয়েছে।
আনচেলত্তি ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন নিজের ইমেজ স্বত্ব থেকে আয় গোপন রেখে কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
শুনানিতে আনচেলত্তি দাবি করেন, কর দেওয়ার বিষয়টি ক্লাব তাকে জানায়নি এবং অনিচ্ছাকৃত ভুলে তিনি অভিযুক্ত হয়েছেন।
তবে স্প্যানিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, এক বছরের সাজা হলেও স্পেনে এ ধরনের কম মেয়াদের দণ্ড সাধারণত জেল ভোগে পরিণত হয় না, অর্থাৎ আনচেলত্তিকে কারাভোগ করতে হবে না।
এর আগে আদালতে আনচেলত্তির আইনজীবীরা তাকে নির্দোষ দাবি করলেও বাদিপক্ষ তার জন্য চার বছর নয় মাসের সাজা ও অর্থদণ্ড দাবি করে।
উল্লেখ্য, আনচেলত্তি বর্তমানে ব্রাজিল দলের কোচ হলেও দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদে কোচিংয়ে ফেরার পরই মামলার শুনানিতে হাজিরা দিতে শুরু করেন।
বাংলাদেশ জার্নাল/জেএইচ
%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9a-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87
Leave a Reply