ঢাকায় সেনাবাহিনীর অভিযান, গ্রেপ্তার ১০ 

প্রকাশিত: ০৯:৩৬, ২০ মে ২০২৫  
আপডেট: ০৯:৪২, ২০ মে ২০২৫

ঢাকায় সেনাবাহিনীর অভিযান, গ্রেপ্তার ১০ 

ভাষানটেক সেনা ক্যাম্প থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়


ঢাকার মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তারা ‘হিটলু বাবু গ্যাং’র সদস্য বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ মে) ভোরে এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪টি অস্ত্র, ২৮টি গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ২টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে বিশেষ অভিযান পরিচালিত হয়। ভোর ৫ টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা গ্রেপ্তার টহল দলের ওপর হামলার চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান এখনও চলমান রয়েছে বলে জানা গেছে।

ঢাকা/হাসান/ইভা 


%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *