এবার স্থগিত করা হলো আওয়ামীলিগের নিবন্ধন

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১২ মে) রাতে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কমিশন। এর আগে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করে যে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৮(১) অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের সব কার্যক্রম স্থগিত রাখা প্রয়োজন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিরুদ্ধে দেশজুড়ে সহিংসতা, নিপীড়ন, গুম, খুন, ধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে। এই প্রেক্ষাপটে সরকার সিদ্ধান্ত নিয়েছে, তদন্ত ও বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যেকোনো রকম প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন ও প্রকাশনা কার্যক্রম গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ থাকবে।

বাংলাদেশ জার্নাল/এজেএইচ


%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *