ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের উসকে দিয়ে ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৭ জুলাই) ভোরে চালানো এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী।

ইসরায়েলি বাহিনীর দাবি, হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার জবাবে তারা এ অভিযান পরিচালনা করেছে। প্রায় এক মাস বিরতির পর ফের হুতি নিয়ন্ত্রিত স্থাপনায় ইসরায়েলের হামলার ঘটনা ঘটলো।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, হুদাইদা প্রদেশের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্র ছিল তাদের মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দারা জানান, লোহিত সাগরের তীরবর্তী হোদাইদা শহরে সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে পড়ে, ফলে পুরো শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

হুতি পক্ষ দাবি করেছে, তারা নিজস্বভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের কয়েকটি হামলা প্রতিহত করেছে।

হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম ‘আল-মাসিরা’ জানিয়েছে, হামলার আগে ইসরায়েলি বাহিনী বন্দরগুলো থেকে সাধারণ মানুষকে সরে যেতে সতর্ক করেছিল।

এছাড়া, ইসরায়েলি বাহিনী আরও জানায়, তারা রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে, যেটি ২০২৩ সালের শেষদিকে হুতিরা জব্দ করেছিল।

উল্লেখ্য, গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই ইয়েমেনভিত্তিক হুতি যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে ইসরায়েলসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যপথ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

সূত্র: রয়টার্স


বাংলাদেশ জার্নাল/ওএফ


%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *