২০ ঘণ্টা পর মিলল হারিয়ে যাওয়া মা বিড়াল


বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ২০ এপ্রিল ২০২৫  
আপডেট: ২২:৫৮, ২০ এপ্রিল ২০২৫

২০ ঘণ্টা পর মিলল হারিয়ে যাওয়া মা বিড়াল

শনিবার দুপুরে হারিয়ে যায় পার্সিয়ান জাতের বিড়ালটি


হারিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পর সানাউল্লাহ তার পার্সিয়ান জাতের পোষা বিড়ালটি ফিরে পেয়েছেন। বরিবার (২০ এপ্রিল) দুপুরে বিড়ালটি তার মালিকের কাছে ফেরত দিয়েছেন এক ব্যক্তি।

বিড়ালটি হারিয়ে গেলে শনিবার (১৯ এপ্রিল) রাতে এলাকায় মাইকিং করেন সানাউল্লাহ।

আরো পড়ুন: ৭ বাচ্চা রেখে নিখোঁজ মা বিড়াল, সন্ধান পেতে মাইকিং

এলাকাবাসী জানান, আমতলী পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা সানাউল্লাহ দেড় বছর আগে পার্সিয়ান জাতের একটি সাদা বিড়াল পুষতে আনেন। বিড়ালটি যত্নসহকারেই তিনি লালন পালন করছেন। ২০ দিন আগে বিড়ালটি সাতটি বাচ্চা প্রসব করে। পরম আদরে মা বিড়ালটি ছানাগুলোকে দেখভাল করছিল। 

শনিবার দুপুরে দিকে কোনো এক সময় বিড়ালটি ঘর থেকে বেরিয়ে হারিয়ে যায়। এরপর দিন গড়িয়ে রাত হলেও বিড়ালটি বাসায় ফিরছিল না। এ কারণে রাত ৯টার দিকে বিড়ালের মালিক সানাউল্লাহ আমতলী পৌর শহরের মাইকিং করেন। 

মাইকিং করার সময় বলা হয়, শনিবার দুপুরে সাদা রংয়ের পার্সিয়ান প্রজাতির একটি বিড়াল হারিয়ে গেছে। বিড়ালটির ছোট-ছোট সাতটি বাচ্চা রয়েছে। এখন মা বিড়ালটিকে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে বাচ্চাগুলো মারা যাবে। যদি কেউ বিড়ালটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে মালিক সানাউল্লাহর মোবাইল নম্বরে যোগাযোগ করুন।

আজ দুপুরের দিকে মা বিড়ালটির সন্ধান পান সানাউল্লাহ। পৌর শহরের বটতলা এলাকার এক ব্যক্তি বিড়ালটি তার বাসায় নিয়ে আসেন। 

বিড়ালের মালিক মো. সানাউল্লাহ বলেন, ‍“বিড়াল ছানাগুলো খুব দুর্বল হয়ে পড়েছিল। বাধ্য হয়ে মাইকিং করেছি। পরে মা বিড়ালের সন্ধান পেয়েছি। যে ব্যক্তি বিড়ালটি ফেরত দিয়েছেন তার কাছে আমি কৃতজ্ঞ।” 

ঢাকা/ইমরান/মাসুদ


%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *