ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রশাসনকে নিতে হবে। তিনি বলেন, ‘আবু সাঈদ হত্যা আওয়ামী লীগকে দুর্বল করেছিল, আর সোহাগ হত্যায় বিএনপির মসনদও ধ্বংস হচ্ছে।’
শনিবার বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা ও মহানগর শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ফয়জুল করীম বলেন, বিএনপি এখন পর্যন্ত তিন হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করলেও চাঁদাবাজি, খুন ও জুলুম কমেনি। বহিষ্কার কেবল লোক দেখানো ব্যবস্থা মাত্র। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুটোই ‘দুর্নীতি-খুনের ফ্যাক্টরি’।
তিনি আরও বলেন, ‘আবরার, ফাহাদদের হত্যাকারীরা একসময় দেশের মেধাবী ছাত্র ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের খুনিতে পরিণত করেছে। হাজারো মেধাবী তরুণ রাজনীতির নামে ধর্ষক ও চাঁদাবাজে পরিণত হচ্ছে।’
মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে ফয়জুল করীম অভিযোগ করেন, পুলিশ বিষয়টিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভিডিও ভাইরাল হলে গ্রেপ্তার’—এখনকার নিয়ম এমন।
তিনি সকল নেতাকর্মীকে জোর দেন জুলুমমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।
সমাবেশ শেষে বরিশাল মহানগরের আয়োজনে সোহাগ হত্যাসহ দেশের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জার্নাল/জেএইচ
%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b8
Leave a Reply