যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ বাড়তি শুল্ক কমাতে বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে সরকারি খাতে বোয়িং উড়োজাহাজ, খাদ্যশস্য ও সামরিক সরঞ্জাম আমদানিতে যুক্তরাষ্ট্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের বিমান বহরের প্রায় সব এয়ারক্রাফট বোয়িং। সেই অনুযায়ী বোয়িংয়ের সঙ্গে নেগোসিয়েশন করেছি। শিগগিরই কিছু আদেশ দেওয়া হবে।”
বিগত আওয়ামী লীগ সরকারের সময় ফ্রান্সের এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হলেও নতুন সরকার তা স্থগিত করে বোয়িংয়ের দিকে ঝুঁকছে।
বাণিজ্য সচিব আরও জানান, তুলা আমদানিতেও যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সরকারি খাদ্যশস্য আমদানিতেও মার্কিন বাজারে নজর থাকবে। মিলিটারি হার্ডওয়্যারের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হবে, যদিও অস্ত্র নয়, বরং যানবাহন ও অন্যান্য সরঞ্জাম আমদানির কথা বলা হয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একটি চিঠিতে বাংলাদেশের সব পণ্যে ৩৫ শতাংশ বাড়তি সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই শুল্ক যুক্ত হলে আগে থেকেই বিদ্যমান গড় ১৫ শতাংশ শুল্ক মিলিয়ে তা দাঁড়াবে ৫০ শতাংশে, যার সবচেয়ে বড় প্রভাব পড়বে বাংলাদেশের পোশাক খাতে।
বাংলাদেশসহ আরও ১৪টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক আরোপ কার্যকর হচ্ছে। এদিকে বাংলাদেশ শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রয়েছে এবং এর অংশ হিসেবে শুল্ক ছাড় দিয়ে তুলা, সয়াবিন, গম, এয়ারক্রাফট ও বিভিন্ন মেশিনারির ওপর ডিউটি হ্রাসের প্রস্তাব দেওয়া হয়েছে।
বাণিজ্য সচিব বলেন, “আমাদের কাছে যুক্তরাষ্ট্র যেসব প্রস্তাব দিয়েছে, তা এনবিআর ও সরকারের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের বাণিজ্য স্বার্থ রক্ষা এবং মার্কিন বাজারে বিদ্যমান রপ্তানি বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।”
বাংলাদেশ জার্নাল/এনএম
%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%8f%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95
Leave a Reply