দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো ডস সান্তোস অবশেষে পর্তুগালের জাতীয় দলের একাডেমিক কাঠামোয় প্রবেশ করলেন। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন দেশটির অনূর্ধ্ব-১৫ দলে।
চলতি বছরের জুনে ১৫ বছর পূর্ণ করবেন জুনিয়র। এর আগেই পর্তুগালের কিশোর পর্যায়ের জাতীয় স্কোয়াডে তার নাম ঘোষণা—রীতিমতো বিশেষ অর্জন। ফুটবল দুনিয়ায় তার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল বহুদিন ধরেই, আর এবার সেটি রূপ নিচ্ছে বাস্তবে।
জুনিয়রের জন্য আন্তর্জাতিক ফুটবলে খেলার দরজা খোলা ছিল মোট পাঁচটি দেশের। ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দের মতো দেশের হয়ে খেলার যোগ্যতা থাকলেও নিজের বাবার মতো পর্তুগালের পথেই এগোতে চলেছেন তিনি। তবে আর্জেন্টিনার জার্সি গায়ে ওঠার সুযোগ তার নেই। কারণ, মা জর্জিনা রদ্রিগুয়েজের সন্তান নন তিনি।
ছেলের এই সাফল্যে আবেগ আপ্লুত রোনালদো সামাজিক মাধ্যমে লিখেছেন, “তোমার জন্য আমি গর্বিত, বাবা।’’
এক সময় সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, একদিন ছেলের সঙ্গে একসঙ্গে মাঠে নামার স্বপ্ন তার মনে আছে। যদিও সেটি নিয়ে অযথা আশায় বিভোর নন, তবু স্বপ্নপূরণের সম্ভাবনায় বেশ উচ্ছ্বসিত।
এই মুহূর্তে সৌদি ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো, যেখানে জুনিয়রও প্রশিক্ষণ নিচ্ছেন ক্লাবটির ইয়ুথ সিস্টেমে। সেখানেই তার ফুটবল প্রতিভা নজরে পড়ে যায় পর্তুগিজ ফুটবল ফেডারেশনের। আর তারই ফল হিসেবে সুযোগ এসেছে জাতীয় দলের বয়সভিত্তিক স্কোয়াডে।
রোনালদোর ছেলের পথচলা শুরু হলো দেশের প্রতিনিধিত্ব দিয়ে—এখন দেখার বিষয়, ভবিষ্যতে বাবার ছায়া তিনি কতটা ছুঁতে পারেন।
%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%aa
Leave a Reply