রুদ্ধশ্বাস ম‌্যাচ জিতে রংপুরের দুইয়ে দুই

গ্লোবাল সুপার লিগে দারুণ সময় যাচ্ছে রংপুর রাইডার্সের। টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে তারা। রোববার রাতে বাংলাদেশের দলটি হারিয়েছে অস্ট্রেলিয়ার দল হোবার্ট হারিকেন্সকে। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম‌্যাচ ১ রানে জিতেছে টুর্নামেন্টের বর্তমান চ‌্যাম্পিয়নরা। 

আগে ব্যাটিংয়ে নেমে রংপুর ৬ উইকেটে ১৫১ রানের বেশি করতে পারেনি। জবাব দিতে নেমে ১২০ রানে গুটিয়ে যায় হোবার্ট হারিকেন্স। টানা দ্বিতীয় ম‌্যাচে রংপুরের জয়ের নায়ক পেসার খালেদ আহমেদ। আজও ৪ উইকেট পেয়েছেন। খরচ করেছেন ২৬ রান। 

শেষ ওভারে স্নায়ু স্থির রেখে অবিশ্বাস‌্য জয় পেয়েছে রংপুর। জয়ের জন‌্য হোবার্ট হারিকেন্সের ৬ বলে লাগত ১৩ রান। পেসার আজমতউল্লাহ ওমারজাইয়ের প্রথম শর্ট বলে বিশাল ছক্কা উড়ান মোহাম্মদ নাবী। এর আগে ওয়াইড থেকেও ১ রান পায় হোবার্ট। ফলে সমীকরণ নেমে আসে ৫ বলে ৬ রানে। ম‌্যাচের নাটাই তখন হোবার্টের পক্ষে। 

দ্বিতীয় বলে ২ রান আসে নাবীর ব‌্যাটে। তৃতীয় বল হয় ডট। তখনও হোবার্টের পক্ষেই ম‌্যাচ। কিন্তু চতুর্থ বলেই সব ওলটপালট। আজমতউল্লাহর লেন্থ বল উড়াতে গিয়ে লং অনে ক‌্যাচ দেন নাবী। দৌড়ে, ডাইভ দিয়ে দারুণ ক‌্যাচ নেন ইফতেখার। 

ওভারের পঞ্চম বলে নতুন ব‌্যাটসম‌্যান স্টানলেকে নেন ১ রান। তাতে শেষ বলে সমীকরণ দাঁড়ায় ১ বলে ৩ রান। লম্বা সময় আলোচনা, ফিল্ডিং সেট আপ করে রংপুরকে বেশ আত্মবিশ্বাসী লাগছিল। মাঠে তার প্রমাণও মেলে। 

শেষ বলে উসামা মির উড়িয়েছিলেন। লং অনে বল পাঠিয়ে দৌড়ে ২ রান নেওয়ার চেষ্টায় ছিলেন উসামা ও স্টানলেকে। ফিল্ডিংয়ে ইফতেখার ছিলেন প্রস্তুত। দৌড়ে বল ধরে পরে হালকাভাবে থ্রো করেন। বাকি কাজ করেন আজমতউল্লাহ। বল ধরে স্টাম্পে লাগাতেই স্টানলেকের আউট নিশ্চিত হয়ে যায়। উল্লাসে ফেটে পড়েন ক্রিকেটাররা। 

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম‌্যাচ হেরেছে হোবার্ট। তাদেরকে লড়াইয়ে রাখা নাবী ৩৬ বলে ৪৪ রান করেন ১ চার ও ৩ ছক্কায়। এছাড়া শুরুতে ১৯ বলে ৩৪ রান করেন বেন ম‌্যাকডারমট। ২০ রান ওডেন স্মিথের ব‌্যাট থেকে। কিন্তু তাদের লড়াই বৃথা যায় ১ রানের হারে। 

খালেদের ৪ উইকেট বাদে ২ উইকেট পেয়েছেন স্পিনার ইফতেখার। ১টি করে উইকেট নেন মায়ার্স, আজমতউল্লাহ ও রাকিবুল। 

তবে রংপুরের ব‌্যাটিং এদিন ভালো হয়নি। সৌম‌্য সরকার মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন। ইয়াসির করেন ৯। সোহানের ব‌্যাট থেকে আসে ৩ রান। দলটির বিদেশী তিন ক্রিকেটারই রান পেয়েছেন। ওপেনার ইব্রাহিম জাদরান ৩১ বলে ৪৩ রান করেন ৬ চার ও ১ ছক্কায়। কাইল মায়ার্স ৪২ বলে ৬৭ রান করেন ৮ চার ও ছক্কায়। এছাড়া ১টি করে চার ও ছক্কায় ১৫ বলে ১৫ রান করেন আজমত উল্লাহ। 

টানা দুই জয়ে রংপুর এখন টেবিল টপার। ৪ পয়েন্ট নেই আর কারো।


%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *