ভারতে ভবন ধসে ৪ জনের মৃত্যু, আটকা অনেকে

ভারতের দিল্লিতে চারতলা একটি ভবন ধসে চারজনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় সময় শনিবার ভোরের দিকে দিল্লির মুস্তাফাবাদে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এ ঘটনায় উদ্ধার কর্মীরা অন্তত ১৪ জনকে জীবিত উদ্ধার করা করেছেন।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে আরো কয়েকজন আটকা থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তা সন্দ্বীপ লাম্বা বলেছেন, স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

১৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং চার জন মারা গেছে। ৮ থেকে ১০ জন এখনো আটকা থাকতে পারে বলে জানান উত্তর-পূর্ব জেলার এডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ লাম্বা।

আহতদেরকে জিটিপি হাসপাতালে নেয়া হয়েছে। ভবন ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা সন্দ্বীপ লাম্বা।

দিল্লির কিছু অংশে শুক্রবার দমকা ও ঝড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টির পর ভবন ধসের এই ঘটনা ঘটে।

এর আগে গত সপ্তাহে প্রবল ধুলিঝড়ের মধ্যে মধু বিহারে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু ও দুইজন আহত হন।


বাংলাদেশ জার্নাল/ওএফ


%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%a7%e0%a6%b8%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *