মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১০:১৪, ২৪ মে ২০২৫
আপডেট: ১০:১৭, ২৪ মে ২০২৫

ফাইল ফটো
ঢাকার যাত্রাবাড়ীতে আয়োজিত বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় জুয়েল (৪০) নামে এক নার্সারি কর্মচারী আহত হয়েছেন।
শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জুয়েলের স্বজন শাকিল বলেন, যাত্রাবাড়ী পার্কের পাশেই বৃক্ষ মেলায় রাতে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে জুয়েলের দুই হাত-পা ও শরীরে বিভিন্ন অংশে জখম হয়। কীভাবে এ ঘটনা ঘটেছে তা আমরা জানি না। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জুয়েলের বাসা তেজগাঁও বুনিয়া পাড়ায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, যাত্রাবাড়ীতে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণে ঘটনায় দগ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে।
ঢাকা/বুলবুল/ইভা
%e0%a6%ac%e0%a7%83%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab
Leave a Reply