বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো দেশের জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতাকে ঝুঁকিতে ফেলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
বুধবার (২১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ১২ মে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করে আওয়ামী লীগের সভা, সমাবেশ, প্রকাশনা ও অনলাইন কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়। এইচআরডব্লিউ মনে করে, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।
প্রতিবেদনে বলা হয়, আগের সরকারের আমলেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তবে বর্তমান সরকার বিচার সংস্কারের বদলে বিরোধী রাজনীতিকে দমন করছে।
গুমবিরোধী প্রস্তাবিত আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি জানায়, এটি আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ। এইচআরডব্লিউ-এর এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “গুমের শিকারদের ন্যায়বিচার নিশ্চিতে যে কাঠামো প্রয়োজন, খসড়া আইনে তা অনুপস্থিত।”
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং দলটির নিবন্ধন বাতিল নিয়েও হতাশা প্রকাশ করেছে সংস্থাটি। তাদের মতে, বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে এভাবে একটি ঐতিহাসিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কোটি মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করে।
তবে সংস্থাটি পূর্ববর্তী সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবির পক্ষে অবস্থান নিয়েছে। তারা বলেছে, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা কোনো গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হতে পারে না।
বাংলাদেশ জার্নাল/ওএফ
%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4
Leave a Reply