বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা আজ (মঙ্গলবার, ৯ জুলাই) থেকে শুরু হচ্ছে। এই আলোচনা চলবে ১১ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশকে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
গতকাল সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন মার্কিন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ১৪টি দেশের নেতাদের চিঠি পাঠান। এরপরই আলোচনায় অংশ নিতে যাওয়া প্রথম দেশগুলোর একটি বাংলাদেশ।
ওয়াশিংটনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকায় থেকেই ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। প্রতিনিধি দলে বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত সচিবসহ অন্যান্য কর্মকর্তারাও রয়েছেন, যাঁরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।
এর আগে, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব নিয়ে অর্থ উপদেষ্টা জানান, আজ শুরু হওয়া বৈঠক থেকে ইতিবাচক ফলের প্রত্যাশা করছে বাংলাদেশ।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এই শুল্ক এখনও চূড়ান্ত নয়। উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট দিকগুলো মাথায় রেখে আলোচনা চলবে।” তিনি আরও বলেন, “ঢাকা চাইছে এমন একটি সমঝোতায় পৌঁছাতে, যাতে দুই দেশই লাভবান হয়। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হোক, সেটিও আমাদের প্রত্যাশা।”
প্রেস সচিব আরও জানান, এ পর্যন্ত আমেরিকান পক্ষের সঙ্গে বাংলাদেশের একাধিক দফা আলোচনা হয়েছে।
এরই মধ্যে সোমবার বাংলাদেশ প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো একটি চিঠি পেয়েছে, যেখানে আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa
Leave a Reply