বগুড়ার ধুনটের উল্লাপাড়া খন্দকারপাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিজুল হাকিম (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতের দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী।
নিহত আজিজুল হাকিম বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর গ্রামের সোলাইমান আলীর ছেলে। আহতরা হলেন একই এলাকার আবু বক্কার (১৭) ও নয়ন মিয়া (১৮)। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম শনিবার দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, শুক্রবার রাতে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধুনট থেকে বেপরোয়া গতিতে শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথে উল্লাপাড়া খন্দকারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে চলন্ত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহীই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথেই আজিজুল হাকিমের মৃত্যু হয়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সাইদুল আলম।
বাংলাদেশ জার্নাল/জেএইচ
%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87
Leave a Reply