পুশইন না করে বাংলাদেশিদের সঠিক নিয়মে পাঠাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশি নাগরিকদের পুশইন না করে বৈধ প্রক্রিয়ায় ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৭ মে) দুপুরে সুন্দরবনের বয়েসিং চ্যানেলে বিজিবির ভাসমান বিওপি উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

তিনি জানান, ভারত একাধিক সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের পুশইন করছে, যা নিয়ে ঢাকা কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এর প্রেক্ষিতে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জনগণকে সচেতন থাকতে হবে যাতে কোনোভাবেই অবৈধ পুশইন সফল না হয়। একইসঙ্গে, যেসব ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে, তাদের যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি জানান, গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও পুশইনের চেষ্টা হয়, তবে বিজিবি, আনসার ও স্থানীয় জনগণ তা প্রতিহত করতে সক্ষম হয়।

সূত্রের তথ্যমতে, গত দুই সপ্তাহে বিএসএফ চুপিসারে প্রায় সাড়ে তিনশো মানুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। যদিও বাংলাদেশ সরকার এ নিয়ে দিল্লিকে চিঠি দিয়েছে, তবুও কার্যকর প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকার পাল্টা ‘পুশব্যাক’ নীতির কথাও ভাবছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একে ‘সুপরিকল্পিত ও ন্যক্কারজনক’ কাজ হিসেবে আখ্যায়িত করেছে। বিজিবি জানিয়েছে, সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা। একই সঙ্গে, বিএসএফের সঙ্গে একাধিক পতাকা বৈঠকে মৌখিক ও লিখিত প্রতিবাদ জানানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এজেএইচ


%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b6%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *